July 27, 2024, 7:32 am
শিরোনাম:
বিরামপুরে যমুনা নদীতে বালু উত্তোলন, হুমকির মুখে গ্রামবাসী ও বাঁধ বিরামপুরে আমন ধানের ফসল বৃদ্ধিতে দো-গাছি চারা রোপণ আরম্ভ বিরামপুর খানপুর ইউনিয়নে তৃণমূল পর্যায়ে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত অত্যাধুনিক স্বাস্থ্যসেবা পাবে সীমাখালীবাসি-এমপি বীরেন শিকদার মাগুরা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিঠির সভাপতি ইউনূচ ও সম্পাদক আশরাফ নির্বাচিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে “সমুদ্র সমাজ সুশীল সংগঠনের”অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খেদাপাড়া বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের যজ্ঞানুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য কচুরিপানায় খেয়া চলাচল বন্ধ দুর্ভোগে স্কুল ছাত্র ছাত্রী ও ৭ গ্রামের মানুষ রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে মজুদ নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরাসেলস ভাইপারের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে মজুদ নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালতলীতে অটো গাড়ির চাপায় যুবক নিহত 

মামুন ব্রিকস ও তানিয়া ব্রিকসের সামনের রাস্তাটি হাজারো জনতার কান্না

Reporter Name
  • Update Time : Wednesday, March 20, 2024,
  • 81 Time View

 

রাসেল বিশ্বাস, মাগুরা প্রতিনিধিঃ

একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী  হয়ে উঠে যশোর মাগুরা হাইওয়ে থেকে পূর্ব দিকে শতখালী পুরাতন বাজার পর্যন্ত রাস্তাটি, রাস্তাটিতে প্রতিনিয়ত স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সাধারণ জনগণ নিয়মিত যাতায়াত করলে প্রতিনিয়ত শিকার হচ্ছে ছোটখাটো দুর্ঘটনার।

বিভিন্ন স্থান থেকে ইটভাটার ইট তৈরির কাজে মাটি সংরক্ষণ করে প্রতিষ্ঠানটি কিন্তু রাস্তাতে মাটি পড়ে থাকলেও কোন প্রকার ব্যবস্থা নেন না ইটভাটা কর্তৃপক্ষ এই ব্যাপারে নিয়মিত অভিযোগ করে আসছে এলাকাবাসী এমনকি বিভিন্ন পত্রিকায় প্রতিবেদনে ছাপা হয়েছে কিন্তু কোন প্রকার

ভুরুক্ষেপি করছে না তারা এমনকি নানান ভাবে অভিযোগ করছে উচ্চ মহল কে ম্যানেজ করেই কি তাহলে তারা এমন কাজ করবে সত্যিই ব্যাপারটা দুঃখজনক বলছে সাধারণ জনগণ।

মাগুরার শালিখা উপজেলার ৪ নং শতখালী ইউনিয়নের  ২ ও ৩ ওয়ার্ডের সাধারণ জনগণ প্রতিবেদককে জানান, ইট ভাটা তৈরি থেকে আজ পর্যন্ত আমরা এলাকাবাসী ওই পথ দিয়ে একটু বৃষ্টি হলেই কাদাময় রাস্তাটিতে যাতায়াত করতে গেলে দুর্ঘটনার শিকার হই, বারবার কর্তৃপক্ষকে বলার পরেও আমাদের কথার কোন প্রতিকারমূলক ব্যবস্থা না করে বরং জনগণের এই অসহায়ত্বে কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কাজে লিপ্ত রয়েছে বছরকে বছর, আমরা এলাকাবাসীর দ্রুত এর একটি সুষ্ঠু বিচার চাই ও প্রতিকার চাই।

এদিকে মামুন ব্রিকস এর ম্যানেজারের সাথে প্রতিবেদক যোগাযোগ করলে মুটোফোনে জানান, ইটভাটার মূল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনাদেরকে জানানো হবে কিন্তু প্রতিবেদনটি করা পর্যন্ত কোন প্রকার যোগাযোগ করেনি তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category