July 27, 2024, 8:19 am
শিরোনাম:
বিরামপুরে যমুনা নদীতে বালু উত্তোলন, হুমকির মুখে গ্রামবাসী ও বাঁধ বিরামপুরে আমন ধানের ফসল বৃদ্ধিতে দো-গাছি চারা রোপণ আরম্ভ বিরামপুর খানপুর ইউনিয়নে তৃণমূল পর্যায়ে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত অত্যাধুনিক স্বাস্থ্যসেবা পাবে সীমাখালীবাসি-এমপি বীরেন শিকদার মাগুরা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিঠির সভাপতি ইউনূচ ও সম্পাদক আশরাফ নির্বাচিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে “সমুদ্র সমাজ সুশীল সংগঠনের”অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খেদাপাড়া বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের যজ্ঞানুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য কচুরিপানায় খেয়া চলাচল বন্ধ দুর্ভোগে স্কুল ছাত্র ছাত্রী ও ৭ গ্রামের মানুষ রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে মজুদ নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরাসেলস ভাইপারের অ্যান্টিভেনম যথেষ্ট পরিমাণে মজুদ নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালতলীতে অটো গাড়ির চাপায় যুবক নিহত 

সাথী, যুথী(০৭ মাস) নামে দুই কন্যা ছোট্ট শিশুর বেঁচে থাকার যুদ্ধ যেনো এক মায়ের বুক ভরা কান্না

Reporter Name
  • Update Time : Thursday, February 29, 2024,
  • 159 Time View
মণিরামপুর প্রতিনিধিঃ
সাথী, যুথী(০৭ মাস) নামে দুই কন্যা ছোট্ট শিশুর বেঁচে থাকার যুদ্ধ যেনো এক মায়ের বুক ভরা কান্না।মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটী গ্রামের ইট ভাটা শ্রমিক
ইমরান হোসেনের স্ত্রী তানজিলা খাতুনের গর্ভে জন্ম নেই জমজ দুই কন্যা সন্তান।সেই থেকে প্রতিদিন ৭ শত টাকার দুধ কিনে খাওয়াতে হয় তার দুই কন্যা সন্তান কে। সাথী,যুথির পিতা ইমরান হোসেন ইটভাটার শ্রমিকের কাজ করে।যার দৈনিক হাজিরা পায় মাত্র ২ থেকে ৩ শত টাকা,সেই অর্থ  দিয়ে নিজের সংসারের খরচ যোগাতে হিমসিম খেতে হয়।
জমানো কিছু অর্থ ছিলো ইতিমধ্যে সেই সেই অর্থ  দিয়ে প্রায় ৭ মাস প্রতিদিন ৭০০ টাকার দুধ কিনে তুলে দিয়েছে জমজ দুই ছোট্ট শিশু সন্তানের মুখে।তার মাঝে দুই জমজ কন্যার ডাক্তার ও ঔষধ নিয়মিত চলতেই থাকে।সর্বশেষ ভিটা বাড়ি ছাড়া আর কিছু নাই। প্রায় ২ সপ্তাহ ধরে ভাতের ফেন, সুজি,ও আটা রান্না করে দুই কন্যা সন্তানের মুখে তুলে দিচ্ছেন।ফলে দিনে দিনে সাথী,যুথি(০৭মাস) শারীরিক অবস্থা অস্বাস্থ্যকর পরিবেশ দেখা দিচ্ছে।ঠান্ডা জ্বর সহ নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হচ্ছে এই ছোট্ট দুই শিশু কন্যা।
সাথী, যুথি (০৭মাস) এর দাদি সালিমা বেগম বলেন আমার স্বামী একজন শ্রমিক, ছেলে ইট ভাটায় কাজ করে,দুই জনে মিলে প্রতিদিন ৫০০ শত টাকা রোজগার করে যা দিয়ে সংসার চালাতে কষ্ট হয়।খেয়ে না খেয়ে পুতনির জন্য দুধ কিনে খাওয়াই।তাদের খিদের কান্নায় আমার বুক ফেঁটে যায়।শুধু দুধ নয় নিয়মিত চিকিৎসা করাতে হয়।এই সাতটা মাস তাদের দুধ কিনে খাওয়াতে যেয়ে গোছানো কিছু অর্থ ছিলো তাও শেষ।যে কারনে সমাজের সর্বসাধারণের সহযোগিতা চেয়েছি।সকলের কাছে হাত জোড় করে আমার জমজ দুই পুতনির জন্য ভিক্ষা চাইছি,আমার ভিটা বাড়ি ছাড়া আর কিছু নাই।সংসারের অভাব অনাটনের কারনে ছোট্ট  জমজ দুই কণ্যা না খেয়ে দিন কাটাচ্ছে। বিনা চিকিৎসায় দিনে দিনে অস্বাস্থ্যকর শরীরে পরিণত হচ্ছে।দুধ কিনতে না পারাই আঁটা গোলা খেয়ে কোনো রকমে বেঁচে থাকার যুদ্ধ করছে দুই শিশু কন্যা।সহযোগিতা  করতে যোগাযোগ ও বিকাশ সাথী,যুথির দাদি সালিমা বেগম, 01963024625
কৃষি ব্যাংক 16090310242826 পাঠাতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category